1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
বেলজিয়ামে বাংলা কালচারাল এসোসিয়েশনের ৫ম বর্ষপূর্তি উৎসব - Ajkal London
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

বেলজিয়ামে বাংলা কালচারাল এসোসিয়েশনের ৫ম বর্ষপূর্তি উৎসব

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার ভিউ

বেলজিয়াম প্রতিনিধি : বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সাংস্কৃতিক সংগঠন বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। মে মাসের ১৯ তারিখ বেলজিয়ামে লিয়েজে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মনির খান, লালন শিল্পী লায়লা ইয়াসমিন, বেশি আফরোজ, অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান।এ ছাড়াও বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ইউরোপের স্পেন ফান্স ও সুইজারল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সদস্য চয়ন রায় বলেন, বেলগো বাংলার স্বপ্ন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের মাঝে দেশের ঐতিহ্যকে সঠিকভাবে প্রদর্শন করা। যাতে করে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা মাতৃভূমির সংস্কৃতিকে হারিয়ে না ফেলে অনুষ্ঠানটি বিনা টিকিটে সবাই উপভোগ করতে পারবেন বলেও জানান চয়ন রায়।

 

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর