1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
বড় চমক নিয়ে ফিরছেন মিম - Ajkal London
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বড় চমক নিয়ে ফিরছেন মিম

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার ভিউ

ফারজানা হক: লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু হয় বিদ্যা সিনহা মিমের। এরপর ব্যস্ত চলচ্চিত্রের পাশাপাশি কাজের পরিধিও বাড়তে থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর। ব্যস্ত হয়ে পড়েন টিভি নাটক ও মডেলিংয়ে।

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে তাকে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি।

দীর্ঘ নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ফেরার বিষয়ে এই অভিনেত্রী জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন। আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন।

মিম জানান, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।

বিরতিতে যাওয়ার আগের সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর