1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
অস্ট্রেলিয়ার নিউক্যাসলে বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন - Ajkal London
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
একাধিক গানে ব্যস্ত ন্যান্সি ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের জনবহুল শহর অস্ট্রেলিয়ার নিউক্যাসলে বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী-সিইসি ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে‘গোল্ডেন টিকিট’আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,অধ্যাদেশ অনুমোদন সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বিবেচনা করতে পারে দেশি ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি আমি বর্তমানে বাঁচতে পছন্দ করি -ভাবনা

অস্ট্রেলিয়ার নিউক্যাসলে বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮ বার ভিউ

লাবনী সুলতানা,অস্ট্রেলিয়া থেকে: অস্ট্রেলিয়ার নিউক্যাসলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি (এনবিসি) তাদের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর এক দশকের পথচলার এই বিশেষ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) নিউক্যাসল হার্নেস রেসিং ক্লাবে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ নানা আয়োজন। বিকাল ৫টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও উপচেপড়া মানুষের ভিড়ে মুখরিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল মেম্বার অফ নিউক্যাসল, মাননীয় শ্যারন ক্লাইডন এমপি। তিনি কমিউনিটির প্রতি অবদান ও সফলতার স্বীকৃতি হিসেবে নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটিকে একটি এপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে এনবিসির প্রতিষ্ঠাকালীন নির্বাহী কমিটির সদস্য, পূর্বের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে কমিউনিটির ১০ বছরের সাফল্যের এই উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উদার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। টাইটেল স্পনসর ছিলেন নামিরা গ্রোসারি ও ক্রাস্ট পিজা। পাশাপাশি সেন্ট জর্জ, টেইলর হেডলী, নিউওয়ী ফোন রিপেয়ার, মক্কা ফাইনান্স, ওসানিক মটগেজ, অজি মটগেজ, রেডি টু স্টাডিসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনে ছিল দেশি পোশাক, গহনা, পিঠা ও বিভিন্ন দেশীয় খাবারের স্টল—যা অতিথিদের কাছে নিউক্যাসলে এক টুকরো বাংলাদেশের অনুভূতি পৌঁছে দেয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, সৌহার্দ্য ও কমিউনিটির ঐক্যের উজ্জ্বল প্রদর্শনী।

মেজবান পরিবেশন ও খাবারের সার্বিক ব্যবস্থাপনায় চিটাগং ক্লাব অস্ট্রেলিয়া বিশেষ ভূমিকা রাখে। ক্লাবটির সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও সম্পাদক অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন, যা আয়োজনকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করে।

নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির নতুন কার্যকরী কমিটি ও সদস্যদের সহযোগিতায় ১০ বছর পূর্তি উপলক্ষ্যের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এটি শুধু একটি অনুষ্ঠান নয়—নিউক্যাসলের বাংলাদেশি কমিউনিটির ঐক্য, শক্তি ও সাংস্কৃতিক সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর