1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগে বাংলাদেশ - Ajkal London
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪৩২ বার ভিউ

মাহমুদ আল হাসান,জার্মানি থেকে: জার্মানির রাজধানী বার্লিনে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪। জ্বালানি শক্তির রূপান্তর নিয়ে সংলাপের দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে তিনি দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সম্মেলনের নানা দিক তুলে ধরেন।সম্মেলন শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তেল, গ্যাস, কয়লা জাতীয় ফসিল শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করেন সম্মেলনের আমন্ত্রিত অতিথিরা। সম্মেলনে স্বাগতিক জার্মানি ছাড়াও বাংলাদেশসহ ৭৫টি দেশ অংশ নিচ্ছে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর