কুয়েত প্রতিনিধি:কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত।গত শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনালে লড়াই করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম জিলিব প্রবাসী দল। টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। জিলিব প্রবাসী দল ব্যাটিং করে ১২৩ রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে ৯৭ রানে অল আউট পরাজিত হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে হাসান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী ইসমাইল আল খাল্লাফ, বিশেষ অতিথি ব্লু গাল্প স্পোর্টস এর কর্ণধার মোহাম্মদ সরোয়ারদী, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি আকাশ আহাম্মেদ মিলন, নাজিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার, ক্রিকেট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান জামান, সাংগঠনিক সম্পাদক হানিফসহ অসংখ্য খেলোয়ার ও ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
Leave a Reply