ঢাকা ব্যুরো:বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলো নতুন তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেটি অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। বর্তমানে শহরটিতে ৩ কোটি ৬০ লাখ মানুষ বাস করছে।শীর্ষ জনবহুল শহর নিয়ে এর আগে ২০০০ সালে সর্বশেষ যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছিল, সেখানে ঢাকার অবস্থান ছিল ৯ নম্বরে।
জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের জনবহুল শহর।ঢাকার এই বড় উল্লম্ফন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।জাতিসংঘের নতুন প্রতিবেদনে জনবহুল শহরের টোকিওকে পেছনে ফেলে সবার ওপরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘ বলছে, শহরটিতে বর্তমানে ৪১.৯ মিলিয়ন মানুষের বসবাস।
জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। টোকিওতে বর্তমানে ৩৩ .৪ মিলিয়ন মানুষ বসবাস করছে।জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা দ্রুত বাড়ছে।
বর্তমানে পৃথিবীতে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালের তুলনায় চার গুণ বেশি। এ ৩৩টি মেগাসিটির মধ্যে আবার ১৯টিই এবং শীর্ষ ১০ শহরের মধ্যে ৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত।জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও এশিয়ার অন্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে : নয়াদিল্লি (৩০.২ মিলিয়ন), সাংহাই (২৯.৬ মিলিয়ন), গুয়াংজু (২৭.৬ মিলিয়ন), ম্যানিলা (২৪.৭ মিলিয়ন), কলকাতা (২২.৫ মিলিয়ন) এবং সোল (২২.৫ মিলিয়ন)।
Leave a Reply