1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
আমেরিকায় বাংলাদেশের রিকশা গার্ল - Ajkal London
বুধবার, ২৬ জুন ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

আমেরিকায় বাংলাদেশের রিকশা গার্ল

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৪৩ বার ভিউ

আয়সা আখতার,নিউইয়র্ক থেকে: আমেরিকার প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে অমিতাভ রেজার ছবি ‘রিকশা গার্ল’। দেশটির ইয়াভাপাই প্রেসকট ক্যাম্পাসে গত ১৪ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় এ উৎসব। এতে জুরি অ্যাওয়ার্ড বিভাগে বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্মে সেরার মেডেল জেতে ছবিটি।

গত অক্টোবরের প্রথমদিকে ‘রিকশা গার্ল’ নিয়ে মার্কিন মুলুকে ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। দেশটির মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। এই ট্যুরের মাধ্যমে ছবির উত্তর আমেরিকা ভ্রমণ শুরু হয়। দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি উৎসবে চলচ্চিত্রটি অংশ নেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ নিজেই।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্র নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। ছবিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন। এটি অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় ছবি।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর