1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী - Ajkal London
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কুসুম শিকদার বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তা করবে জাতিসংঘ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় : মির্জা ফখরুল লন্ডনে আতেক হত্যাকাণ্ড :৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত রাজনৈতিক দল ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : মুশফিকুল ফজল আনসারী ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও বিমান ভাড়া কমানোর দাবিতে সংবাদ সম্মেলন আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি – মির্জা ফখরুল মালয়েশিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯১ বার ভিউ

ইসরাত জাহান,অস্ট্রেলিয়া থেকে: অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন ১২তম বছর সাফল্যের সাথে সম্পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন উপলক্ষে সংগঠনের পরিচালনা কমিটি গত রবিবার একটি বর্ণাঢ্য সমুদ্র ভ্রমণ ও পুনর্মিলনীর আয়োজন করে। অস্ট্রেলিয়ায় নানা প্রান্ত থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাদের পরিবারসহ এ উদযাপনে অংশ নেয়।

এদিন সকাল থেকেই অতিথিরা পরিবারসহ পৌঁছে যায় বিখ্যাত সিডনি হারবার ব্রিজের নিচে।দুপুর ১২টায় সবাইকে নিয়ে ক্রুজ শিপের যাত্রা শুরু হয়। এই উদযাপন এবং পুনর্মিলনীতে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজিম তারেক।ভ্রমণটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি নাহার এ দিশা এবং নির্বাহী সদস্য আবীর হারুনী।

অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় মুখরোচক খাবার ও পানীয়, ছিল ব্যান্ডদলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। মনোরম পরিবেশে অতিথিদের জন্য আরও নানা আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, সেরা পোশাকের জন্য পুরস্কার, ছোটমনিদের জন্য নানারকম আনন্দ আয়োজন।
সংগঠনের সভাপতি শামস মওদুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের বিগত ১২ বছরের যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল সাবেক শিক্ষার্থী সদস্য এবং তাদের পরিবারকে ধন্যবাদ জানান। তিনি আরও উল্লেখ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাবেক শিক্ষার্থীর জন্য যেকোনো সাহায্যে এই সংগঠন সবসময়ই এগিয়ে এসেছে। সহসভাপতি নাহার এ দিশা এবং সাধারণ সম্পাদক তাজিম তারেক ধন্যবাদ জানান সকল প্রতিষ্ঠাতা, সদস্য এবং পৃষ্ঠপোষকদের, যারা বিগত ১২ বছরে এই সংগঠনে অসামান্য ভূমিকা রেখেছেন।

এই পুনর্মিলনী আয়োজনে পরিশ্রম করেছেন সংগঠনের নির্বাহী সদস্য মেহেদী রেজা, মৌসুমি চৌধুরী, তাবাসসুম চৌধুরী, বুশরা আহমেদ, মাহমুদা ফারিন, সামিন নেওয়াজ, ফয়সল সিদ্দিক ও আবীর হারুনী। ২০১১ সালে গঠিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য সফলভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও একইভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদী তারা।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর