1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
মালয়েশিয়া প্রবাসীদের বাংলাদেশি মিউজিক্যাল ব্যান্ডের যাত্রা শুরু - Ajkal London
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

মালয়েশিয়া প্রবাসীদের বাংলাদেশি মিউজিক্যাল ব্যান্ডের যাত্রা শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২০ বার ভিউ

আশরাফুল মামুন,মালয়েশিয়া থেকে: ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণ বৈশাখ উপলক্ষে কর্মক্লান্ত মালয়েশিয়া প্রবাসীদের আনন্দ বিনোদন জন্য রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু হলো এই প্রথম বাংলাদেশি ইউনিক ব্যান্ড।

২১এপ্রিল শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের ফাইভস্টার হোটেল সলিলের বলরুমে এ উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওরণা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস মিডিয়া সুফী আবদুল্লাহিল মারুফ ও তার সহধর্মিণী মালা খন্দকার।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ডের ব্যবস্থাপনা প্রধান কী বোর্ডিস্ট ও লিড ভোকালিস্ট মো. জহিরুল ইসলাম, লিড ভোকালিস্ট মোশারফ হোসেন, লিড ভোকালিস্ট লিওরণা চৌধুরী, লিড ভোকালিস্ট আবু হানিফ, লিড ভোকালিস্ট ইকরা সুলতানা ইতি, লিড গিটারিস্ট ও ভোকালিস্ট এবি তৌহিদ, বেইজ গিটারিস্ট ও ভোকালিস্ট সাঈফ রাজীব, টিম মেন্টর এবং ড্রামার কামরুজ্জামান মানিক, ঢোল বাদক আব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন- ইউনি কেএল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডা. এমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ।

মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দাতু সেরী কামরুজ্জামান কামাল, দাতু আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন জোসেফ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা মো. মঞ্জু খা, এমদাদুল হক সবুজ, রমজান আলী, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনির, মো. রাসেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টস ও প্রবাসী বিভিন্ন পেশাজীবীসহ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর