1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
নাশকতাসহ কোনো কিছু উড়িয়ে দেব না-বাণিজ্য উপদেষ্টা - Ajkal London
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

নাশকতাসহ কোনো কিছু উড়িয়ে দেব না-বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২ বার ভিউ

ঢাকা ব্যুরো: বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । রোববার ১৯ অক্টোবর  দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দেয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে বিলম্ব সংক্রান্ত যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান উপদেষ্টা।

বশির উদ্দীন বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনার পর ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন-সিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বীমা ব্যবস্থার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়া হবে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর