1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
স্কটল্যান্ডে বিএনপির উদ্যোগে নাসের রহমানকে সংবর্ধনা - Ajkal London
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

স্কটল্যান্ডে বিএনপির উদ্যোগে নাসের রহমানকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৮ বার ভিউ

নর্থইষ্ট প্রতিবেদক : স্কটল্যান্ড বিএনপি ও সেখানে বসবাসরত মৌলভীবাজার প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্য সফররত সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তা বাদী দল এর নিবা‍র্হী সদস্য এম নাসের রহমানকে এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ১৪ জুলাই সোমবার এডিনবরার অভিজাত প্যালেস হোটেলে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি নাসের রহমান এর সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুহিত খান বাদশা ও সভা পরিচালনা করেন বিএনপির সাবেক সেক্রেটারী এডভোকেট মোস্তফা মিয়া।

জনাব নাসের রহমান তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। বাংলাদেশে অতি দ্রুত শান্তি ফিরিয়ে আনায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপর তিনি গুরুত্বারোপ করেন। নাসের রহমান স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশ প্রবাসী ও বিশেষ করে মৌলভীবাজার বাসীদের প্রশংসা করে বলেন তারা সব সময় বাংলাদেশের পাশে ছিলেন। তিনি বলেন তার বাবা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান মৌলভী বাজারের অনেক উন্নয়ন করেছেন। কিন্তু বিগত সরকার মৌলভী বাজারে কোন উন্নয়ন করেনি, বরং জেলার বরাদ্দ ফরিদপুর ও অন্যান্য এলাকায় নিয়ে গেছে। তিনি এ প্রসঙ্গে বলেন, মানুষ কি চায় – ভাল রাস্তা, ভাল স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি। কিন্তু ১৬ বছর সিলেট ও মৌলভী বাজার এসব উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, ভবিষ্যতে সুষ্টু নিবা‍র্চনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শমসের নগর এয়ারপোর্ট আবার চালু করার চেষ্টা করবেন। তিনি মৌলভী বাজার হাসপাতাল, কলেজ ইত্যাদির উন্নয়নের কথাও এ প্রসঙ্গে উল্লেখ করেন।

সাবেক এমপি নাসের রহমান সভায় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শাহান আলী, মাসুম উদ্দিন, হাবিবুর রহমান খান, জাহেদ মিয়া, এবং শামিম হোসেন। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত নাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আলহাজ নুনু মিয়া, আব্দুল মছব্বির, তাজুল ইসলাম নান্না, মনোয়ার পারভেজ, এস এম মামুন, এম এ ওয়াহাব ভুইয়া, সাদিকুর রহমান, মাসুম উদ্দিন ও জাহেদ মিয়া। এতে স্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মিয়া লিটন, বদরুল হোসেন হারুন ও লাবাস মিয়া।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর