1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব - Ajkal London
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার ভিউ

আল আমিন : বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকব। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।তিনি ১৩ নভেম্বর, বুধবার, লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (BBCCI) এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (বিবিসিসিআই)- এর প্রেসিডেন্ট রফিক হায়দার’র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহ্দী’র পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সাথে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সাথে অনেকেই ‘গরীবের বউ সবার ভাবি’র মত আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কারও ভাবি হব না, এই স্টিগ্মা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।

জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মত হবে।জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সাথে পুর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘন্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘন্টা কাজ করার সুযোগ দেয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।

সংখ্যালঘুদের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করব না। আমরা সবাই বাংলাদেশী। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম কর্ম করে যাবে। তিনি দেশ গড়তে Right man in right place নীতি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান,ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআই’র লন্ডন রিজিওন এর প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআই’র মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কাদির।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর