1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
শীত কবে থেকে শুরু জানাল আবহাওয়া অফিস - Ajkal London
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

শীত কবে থেকে শুরু জানাল আবহাওয়া অফিস

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার ভিউ

নজরুল ইসলাম,ঢাকা থেকে: কার্তিক মাসের অর্ধেক চলে গেলেও দেশের অধিকাংশ স্থানে এখনো গরম কমেনি। যদিও দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে। রবিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর বলছে, নভেম্বর মাসের শেষ দিকে শীত-শীত ভাব শুরু হতে পারে। তবে পুরোপুরি শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে স্বাভাবিকের চাইতে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিনে ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে।তবে, অন্য সময়ের বা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

এছাড়া নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর। এ মাসে সারাদেশে ভোররাত থেকে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় কোথাও-কোথাও মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে।

তবে কুয়াশা পড়তে শুরু করলেও প্রকৃতিতে শীত পুরোপুরি নামবে ডিসেম্বরের দিকে। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি অঞ্চলে এরই মধ্যে শীতের আবহ দেখা দিয়েছে। ভোরে শিশিরের ছোঁয়াও দেখা যাচ্ছে প্রকৃতিতে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর