1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
আমাকে হত্যা কিংবা বেইজ্জত করার ষড়যন্ত্র চলছে-ব্যারিস্টার সুমন - Ajkal London
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

আমাকে হত্যা কিংবা বেইজ্জত করার ষড়যন্ত্র চলছে-ব্যারিস্টার সুমন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার ভিউ

ইমরান মাহমুদ,সিলেট থেকে: আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে, আমাকে হত্যা নতুবা বেইজ্জত (অসম্মান) করার বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।

তিনি আরো বলেন, কিছু কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার অপরাধ হলো, আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দিই। তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক চুনারুঘাট-মাধবপুরের সাত লাখ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না।’

শনিবার (২০ এপ্রিল) দুপুরে চুনারুঘাট উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, চাল ও টাকা বিতরণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব।

বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চিকিৎসক প্রিয়াঙ্কা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান নোমান ফরাজী, নজরুল ইসলাম, পিআইও প্লাবন পাল প্রমুখ।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মধ্যে ঢেউটিন, চাল ও টাকা বিতরণ করা হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর