মাসুমা তাবাসসুম কানিজ: সংসার জীবন হচ্ছে ভাঙাগড়ার খেলা। তবু যদি একটু মানিয়ে নেয়া যায়, এ ভরসায় বিয়ে করেন অনেকে। দাম্পত জীবনে যদি সুখী হতে চান, তবে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে।
বিয়ে মানে একটি নতুন জীবনের শুরু। তাই আপনাকে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে। বিয়ের পর বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, না হলে এমনও হয় সাংসার ভেঙে যায়।
আসুন জেনে নিই যে ৭ ভুলে ভেঙে যেতে পারে সংসার :
শ্বশুরবাড়িতে মানিয়ে নেয়া :
বিয়ের পর দুজনেরই উচিত দুপক্ষের বাবা-মাকে সম্মান করা ও তাদের ইচ্ছেগুলোকে মর্যাদা দেয়া।
খরচের সঠিক হিসাব না রাখা :
সংসারে আর্থিক চাপটা দুজনকেই বুঝতে হবে। একজনের খরচ যেন অন্যজনের বোঝা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
মন খুলে কথা বলা :
নিজেদের মধ্যে মন খুলে কথা বলুন। কোনো কিছু চাপিয়ে রাখবেন না, যা কিছু ঘটছে বা যা কিছু আপনি ভাবছেন, তা শেয়ার করুন আপনার জীবনসঙ্গীর সঙ্গে।
ঘরের কাজ :
জীবনসঙ্গীর সঙ্গে ঘরের কাজগুলো ভাগ করে নিন। বিশেষ করে যারা চাকরিজীবী নারী, তাদের একার পক্ষে ঘরের সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই কাজ ভাগ করে নিন। যদি পরস্পরকে কাজে সাহায্য করেন, তা হলেই হয়ে উঠবেন আদর্শ দম্পতি।
ঋণ নিয়ে আলোচনা :
সংসার জীবনে স্বামী বা স্ত্রীর যদি কারও কাছে ঋণ থাকে, তা হলে তা অবশ্যই পার্টনারকে জানানো উচিত।
অতীত নিয়ে আলোচনা :
অতীতের কথা সঙ্গীকে না বলাই ভালো। তবে কিছু বিষয় রয়েছে, যা বলা যায় তাই বলুন। অতিরিক্ত কিছু না বলাই ভালো।
রাগ ধরে রাখা :
রাগ যদি দিনের পর দিন টেনে যেতে থাকেন, তা হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে।ঝগড়া হলেও সেটি একদিনের বেশি ধরে রাখবেন না.
Leave a Reply