রাবেয়া সুলতানা,ঢাকা থেকে: দেশের অন্যতম ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহার আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবসে আয়োজন করা হয় ‘বিশ্বরং বাসন্তী সুন্দরী ২০২২’। রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়।
চূড়ান্ত পর্যায়ের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- শম্পা রেজা, সামিনা চৌধুরী, বিপ্লব সাহা, সাদিয়া ইসলাম মৌ, নূসরাত ফারিয়া প্রমুখ। বিকেল সাড়ে ৫টায় প্রতিযোগিদের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালের বিচারকার্য শুরু হয়। তবে যেহেতু সেদিন ছিল বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস, তাই বিচার কার্যের ফাঁকে ফাঁকে বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে নানান রঙ্গে নানান আয়োজনে ফ্যাশন শো এবং আগত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থাপিকা শান্তা জাহান ও ইমতু রাতিশ ২০২২-এর ‘বাসন্তী সুন্দরী’ নীলাঞ্জনার নাম ঘোষণা করেন। এ সময় তার মাথায় ফুলের মুকুট পরিয়ে দেন সাদিয়া ইসলাম মৌ ও নূসরাত ফারিয়া। সাদিয়া ইসলাম মৌ বলেন, আজকের এই বাসন্তী সুন্দরীতে বিপ্লবের আহ্বানেই থাকা। আজকের দিনটিতে আমি অনেক বছর ধরেই বাইরে বের হই না। তারপরও সবাইকে অনুপ্রেরণা দিতে এখানে আসা। আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে এমন একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে। সবকিছু মিলিয়ে বেশ গুছানো এবং পরিপাটি একটি অনুষ্ঠান হয়েছে।
নূসরাত ফারিয়া বলেন, সবসময়ই আমি রিয়েলিটি শোগুলো দেখার চেষ্টা করি। কিন্তু কখনো ভাবিনি আমি নিজে এমন একটি রিয়েলিটি শোর সঙ্গে এভাবে সম্পৃক্ত থাকতে পারব। আমারও ভীষণ ভালো লেগেছে। বিপ্লব দা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন চমৎকার একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।
বিপ্লব সাহা বলেন, বাসন্তী সুন্দরী ২০২২ সফল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যারা নানানভাবে সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শম্পা রেজা, শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, সাদিয়া ইসলাম মৌ, নূসরাত ফারিয়া, বুলবুল টুম্পাসহ যারা ছিলেন। নীলাঞ্জনার জন্য শুভকামনা। আমার বিশ্বাস নীলাঞ্জনা আমাদের দেখানো পথে নিজেকে এগিয়ে নিয়ে যাবে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে।
Leave a Reply