1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
লন্ডনে বাংলাদেশ ৫০ ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন - Ajkal London
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

লন্ডনে বাংলাদেশ ৫০ ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৬৫ বার ভিউ

মুহাম্মদ শাহেদ রাহমান : বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে লন্ডনে স্বাধীনতা ট্রাস্ট ইউকের উদ্যোগে সত্তর দশকের সিলেটের জনপ্রিয় ফটো জার্নালিস্ট আবুল লেইস শ্যামল এর “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে স্বাধীনতা ট্রাস্ট ইউকের চেয়ারপারসন জুলি বেগমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের ক্যামেরা-সৈনিক আবুল লেইস শ্যামল’র “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস’র স্পিকার কাউন্সিলার মো: আহবাব হোসেইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মো: আহবাব হোসেইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। বাংলার কৃষক শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, বুদ্বিজীবি সহ সকলের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র মতো অসংখ্য ব্যক্তির অবদান রয়েছে ।
১৯৭১ সাল থেকে ১৯৭২ পর্য়ন্ত ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল এর তোলা ছবি নিয়ে প্রকাশিত ফটো অ্যালবাম “বাংলাদেশ ৫০” এর ভূয়শী প্রশংসা করেন অতিথি ও অনুষ্ঠানে আগত দর্শকবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর জাকির খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও ঝর্ণা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল এর পুত্র আবু সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন মাফিজুর রব।
উল্লেখ্য ফটো জার্নালিস্ট আবুল লেইস শ্যামল ১৯৬৯ সালে সিলেট থেকে স্নাতক শেষ করে ফটো সাংবাদিকতায় সম্পৃক্ত হন। সে সময় তিনি ঢাকা থেকে প্রকাশিত পূর্বদেশ ও গণকণ্ঠ পত্রিকায় কাজ করেন এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার ছিলেন।
পরবর্তীতে বাংলাদেশেশের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। পত্রিকার দায়িত্ব পালনকালে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধকালে অনেক ছবি তুলেন। স্বাধীনতার পরও ১৯৭২ সালে তোলা ছবি — যা এই “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামে অনেকটা স্থান পেয়েছে। যে ছবি গুলো এখন ইতিহাসের স্বাক্ষী।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর