1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
লন্ডনে সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সম্পন্ন - Ajkal London
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

লন্ডনে সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সম্পন্ন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার ভিউ

কমিউনিটি প্রতিবেদক: লন্ডনে জমজমাট আয়োজনে শেষ হলো বহুল প্রতীক্ষিত সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫। টানটান উত্তেজনা, রোমাঞ্চ আর উল্লাসে ভরপুর ছিলো উক্ত সেমিফাইনাল ও মেগা ফাইনাল।২৬ আগস্ট, মঙ্গলবার লন্ডনের নিউবারি পার্কের ফোর্ড স্কয়ার মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বার্মিংহাম বেঙ্গল টাইগারস বনাম নর্থ লন্ডন ইউনাইটেড। দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ের প্রদর্শনীতে বার্মিংহামকে ৫৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে নর্থ লন্ডন।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মাইটি টাইগার্সকে হারিয়ে এবিএম মৌলভীবাজার জায়গা করে নেয় ফাইনালে।ফাইনালে মুখোমুখি হয় এবিএম মৌলভীবাজার বনাম নর্থ লন্ডন ইউনাইটেড। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নর্থ লন্ডনের অধিনায়ক রাসেল আহমদ, ১০৯ রান—৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয়।

টার্গেট ছিল সহজ, তবে ব্যাট হাতে নেমে চাপে পড়ে এবিএম মৌলভীবাজার। বাংলাদেশের জাতীয় দলের তারকা সাব্বির রহমান মাত্র ১১ রানেই আউট হয়ে গেলে দলে চাপ বাড়ে। তবে মুনিরের ঝড়ো ৪৪ রানের ইনিংস ও টিপুর ১৮ রানের অবদান দলকে কিছুটা ভরসা দেয়। শেষ পর্যন্ত মৌলভীবাজার থামে ১০৫ রানে।

শেষ ওভার ছিল টানটান উত্তেজনায় ভরা। জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের সিলেট স্টাইকার্সের বোলার রুয়েল মিয়া বল হাতে ছিলেন সিটি কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। এক পর্যায়ে সমীকরণ নেমে আসে—শেষ বলে প্রয়োজন ৫ রান। রুয়েল এর নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যান অসহায়! ইতিহাস রচনা করে নর্থ লন্ডন ইউনাইটেড।চ্যাম্পিয়ন ২০২৫ – নর্থ লন্ডন ইউনাইটেড।

খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএএম UK সভাপতি কাউন্সিলর সালেহ আহমদ, সহ-সভাপতি আখলাসুল মুমিন, সহ সভাপতি – নোমান আহমেদ দুয়েল, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক সভাপতি আব্দুস সালাম, স্পন্সর ফ্লাইভিউ ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃ বশির আহমদ এবং এবিএম মৌলভীবাজারের জুয়েল আহমেদ।

আতশবাজির ঝলক, উল্লাস আর আনন্দে ভরে ওঠে পুরো লন্ডনের আকাশ।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর