1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের - Ajkal London
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২ বার ভিউ

ঢাকা ব্যুরো: দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সালাতের শিক্ষাই উজ্জীবিত হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।সোমবার  বাদ আসর রাজধানীর শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদে কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘ইসলাম একটি পরিপূর্ণ ও সর্বজনীন জীবন-বিধান। মহান আল্লাহ আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। ইসলামের সুবিধাজনক বিষয় মানব, আর অন্যগুলো মানব না, এমনটি করার কোনো সুযোগ নেই। বরং জীবনের সব ক্ষেত্রেই ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা অত্যাবশ্যক।’

তিনি বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। অন্যথায় দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। আমাদের নামাজের শিক্ষার আলোকে জীবন গঠন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে।’ আখিরাতের ভয়াবহ দিনের কথা স্মরণ করে সবাইকে নামাজের বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, কাফরুল জোন টিম সদস্য তারেক রেজা তুহিন, থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান ও সুলতান মাহমুদ, জামায়াত নেতা মুহাম্মদ ছায়েফুল্লাহ, নাসিমুল আলম, আমিনুর রাহমান আমান, খন্দকার মাহবুবুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর