মোহাম্মদ গোলাম কিবরিয়া : লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে রবিবার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ এাডেমির মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রেস ক্লাবের অর্গানাইজিং ও ট্রেইনিং সেক্রেটারি মোঃ আকরামুল হোসেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সাবে সাংবাদিক উদয় শংকর দাস দুর্জয়, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন,চ্যানেল এস এর সিনিয়র সংবাদ উপস্থাপিকা, কলামিস্ট ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।প্রশিক্ষক হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন এনটিভি অনলাইনের প্রধান ও সম্পাদক ফকরুদ্দিন জুয়েল।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার রানার টিভির প্রতিষ্ঠাতা আবু সালেহ মোহাম্মদ মাসুম, ব্রিটিশ বাংলাদেশি প্রথম অনলাইন সংবাদ মাধ্যম এলবি২৪ এর প্রধান শাহ ইউসুফ ও সলিসিটর এক্সেল ল্যান্ডিন।
কর্মশালায় লন্ডন ও অন্যান্য শহরের আশি জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply