1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
অদম্য মেধাবীদের সম্মাননা জানালো ছাত্র শিবির - Ajkal London
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

অদম্য মেধাবীদের সম্মাননা জানালো ছাত্র শিবির

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১ বার ভিউ

নজরুল ইসলাম,ঢাকা থেকে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান ‘দুর্বার ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি)দুপুর তিনটায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট প্রফেসর ড. ফখরুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. নজরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান এবং ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রব বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি দেশে যে মনোভাব রয়েছে, তা পরিবর্তন করা প্রয়োজন। এই শিক্ষার্থীরা তাদের অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। তাদের সাফল্য আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং সকল প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমান সুযোগ প্রদান করা হবে, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবেন। আমরা চাই, তারা সংসদ থেকে শুরু করে রাষ্ট্রপরিচালনার গুরুত্বপূর্ণ সকল জায়গায় অংশ নিতে সক্ষম হোক। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অদম্য মেধাবী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সব সময় অনুপ্রাণিত। তবে এখনও আমরা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে, বিভিন্ন প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের মতো আমাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয় না। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা, উপযোগী ওয়াশরুম এবং অন্যান্য মৌলিক সুবিধা নিয়েও আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রশিবির এবং অন্যান্য ছাত্রসংগঠনের কাছে আমাদের দাবি তুলে ধরছি। আশা করছি, আমাদের এই সমস্যা সমূহের স্থায়ী সমাধান হবে।”

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর