1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি,লেবার পার্টির জয়জয়কার - Ajkal London
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি,লেবার পার্টির জয়জয়কার

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৩৬ বার ভিউ

নিজস্ব সংবাদদাতা:ব্রিটেনের স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ দল নিদারুণ ভাবে পরাজিত হয়েছে।গত শনিবার ৪ এপ্রিল ১০৭টি কাউন্সিলের মধ্যে ১০২টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয় এতে দেখা যায়,আগের বারের চেয়ে ৪৫০টি আসন হারিয়েছে কনজারভেটিভ পার্টি।                  গত ২মে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন।                                                                                                                                                                          ফলাফলে দেখা গেছে,স্থানীয় সরকারের ১০৭টি কাউন্সিলে প্রায় ২ হাজার ৬০০ কাউন্সিলর নির্বাচনে ভোট হয় ইংল্যান্ড ও ওয়েলসে এ ছাড়া ১টি সংসদীয় আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হয়।এতে দেখা যায়,বিরোধী লেবার পার্টি ১৭০ আসন বেশি পেয়েছে।লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের লেবার পার্টি ১ হাজার ৬১টি কাউন্সিলর পদে জয় লাভ করেছে। ৫০৮টি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।৫০৪ কাউন্সিলর পদ নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।লন্ডন শহরের মেয়র নির্বাচনেও টানা তৃতীয় বারের মতো জয় পেয়েছেন সাদিক খান।

গত ৪০ বছরের ইতিহাসে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি। রাজনৈতিক দল হিসেবে তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি কনজারভেটিভ পার্টিকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে।

এর ফলে আসন্ন সাধারণ নির্বাচন থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে উদ্দেশ্য করে আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যেই সাধারণ নির্বাচনের ডাক দিতে হবে সুনাককে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর