কমিউনিটি প্রতিবেদক: তিনদিন দিনব্যাপী লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ১৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এবং ১৭ অক্টোবর বার্মিংহাম অনুষ্ঠিত হবে।
এবারের লন্ডন বাংলা বইমেলাকে সফল করার লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বইমেলার প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং কবি-ছড়াকার দিলু নাসেরের পরিচালনায় ২৬ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারের এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কবি মাশুক ইবনে আনিস, কবি মুজিবুল হক মনি, কবি শামীম শাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা কামাল মিলন. ড. আনোয়ারুল হক, কণ্ঠ শিল্পী হীরা কাঞ্চন হীরক, কবি ফয়জুর রহমান ফয়েজ,কবি মুহাম্মদ জাকারিয়া, কবি মিজানুর রহমান মীরু ,কমিউনিটি ব্যক্তিত্ব জামাল খান, সেলিনা চৌধুরী শেলী. রবিন হায়দার, হাফসা ইসলাম, বাতিরুল হক সরদার, তাহিরা জিনিয়া, কবি নুরুন নাহার, সেলিনা হায়দার, রুমা জাফর,তওফিকুর রহমান তরফদার প্রমুখ্য।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আসন্ন মেলাকে সফল করার লক্ষ্যে একটি শক্তিশালী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন সুলতান মাহমুদ শরিফ, মাহমুদুর রহমান বেনু, সালেহা চৌধুরী, ডলি ইসলাম, হিমাংশু গোস্বামী, অজয় পাল, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বদরুল আহসান চৌধুরী, উদয় শংকর দাশ, হামিদ মোহাম্মদ, মুজিবুল হক মনি, গোলাম কবির, চায়না চৌধুরী।
প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা, সমন্বয়ক মাশুক ইবনে আনিস, ফারুক আহমদ রনি, শামীম শাহান, উর্মি মাজহার, মকবুল চৌধুরী, হীরা কাঞ্চন হীরক,হাফসা ইসলাম, ফয়জুর রহমান ফয়েজ। সদস্য সচিব দিলু নাসের, নির্বাহী সদস্য মুজিব ইরম, টি এম আহমেদ কায়সার, ড. আনোয়ারুল হক, মকবুল চৌধুরী শাহাদাত করিম, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, মিসবাহ জামাল, মোস্তফা কামাল মিলন, আবু তাহের, সৈয়দা তুহিন চৌধুরী, হাসান হাফিজুর রহমান পলক, ফজলুল বারী বাবু, ওয়াহিদ জালাল স্বাধীন খসরু, শাহ শামীম আহমেদ, মোস্তাক বাবুল, জামাল খান, গৌরী চৌধুরী, মিছবাউর রহমান মিছবাহ , আহাদ চৌধুরী বাবু, আলাউর রহমান, হিরণ বেগ, তারেক চৌধুরী, উদয় শংকর দুর্জয়, সিতু চৌধুরী, মিজানুর রহমান মীরু, মেহদী চৌধুরী পপি শাহনাজ, সুহেল আহমদ, খসরুজ্জামান খসরু, রবিন হায়দার, ইমরান আহমদ, সেলিনা হায়দার, ডঃ সুপ্রিয় রায়, আমিনুল হক মুন্না, ফাতিমা তাহিরা জিনিয়া, তানজিনা নূর ই সিদ্দিকী, আসমা মতিন, সাইফ উদদীন বাবর, বদরুল চৌধুরী, সেলিনা চৌধুরী শেলী জোবায়ের আহমদ, রচে আনসা, এপি সরকার, সাদিয়া আফরোজ চৌধুরী, লীয়ানা স্বাধীন, জোসনা পারভীন, রুমা জাফর, সৌমি দাশ, আনিমদিম জাকারিয়া, তৌফিকুর রহমান তরফদার, বাতিরুল হক সরদার, আব্দুল বাছির, সুশান্ত দাশ, নুরুল ইসলাম, রুমী হক, লুৎফুন নাহার রুমানা আনাম,মাহমুদুর রহমান, সীমা চৌধুরী, কামাল আহমদ, মুস্তাফা কামাল বাবলু , শর্মিলা দে, সৈয়দ শাহনূর আহমদ, শাহ বেলাল, এম এ ছালাম, সোমেন দেব, রাজু দাশ,তানজিন বারী সোমা, কিশওয়ার আনাম লিটন।
উল্লেখ্য যে, বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে ২০১০ সালে লন্ডন বাংলা বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীসহ নানা পেশার বাঙালিরা এ উৎসবের আয়োজক ছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে লন্ডন বাংলা বইমেলা নামে নতুন রূপে এর কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভায় জানানো হয়, মেলায় সার্বিক মেলার সহযোগিতায় থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ হাইকমিশন লন্ডন, এবং মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতি মন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং কবি কামাল চৌধুরী। এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় ২০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে।
সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী মৌসুমী ভৌমিকসহ বিলেতের খ্যাতনামা শিল্পীরা।
Leave a Reply