আলি আকবর,ইউএই থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে রাত ২টা ৫ মিনিটের তারা দুবাই ত্যাগ করে। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নারী ক্রিকেট দলকে উষ্ণ সংবর্ধনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ধারাবাহিক জয় ও দলের নিয়মিত পারফরমেন্স নারী ক্রিকেট দলকে আরও বেশি উজ্জীবিত করবে। মাঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সবার সমর্থন পাওয়া যাচ্ছে তাতে খেলাধুলায় দেশের নারীরা আরও এগিয়ে যাবে।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবুধাবিতে ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
Leave a Reply