1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য -রুশনারা আলী - Ajkal London
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য -রুশনারা আলী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৬৫ বার ভিউ

রাবেয়া সুলতানা,ঢাকা থেকে: বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহ জানিয়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। এজন্য বিনিয়োগ-সহায়ক পরিবেশ চায় দেশটি। গত সোমবার রাজধানীর আগাঁরগাওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী।

বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর উপায়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।সালমান এফ রহমান আরও জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান উন্নত করা ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের করার কথা বলেন।

বাণিজ্যদূতকে বলা হয়েছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর পরিষেবা নিশ্চিত করার জন্য শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এর কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।

সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বৃটিশ এমপি রুশনারা আলী বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ।’

ব্রিটিশ এই সংসদ সদস্য আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমরা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

রুশনারা আলী জানান, বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে এবং অনেকই বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনার আগ্রহ প্রকাশ করছে। করোনার কারণে যুক্তরাজ্যের মতো বাংলাদেশও অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে রুশনারা আলী বলেন, ‘তবে অতি দ্রুত বাংলাদেশের অর্থনীতি তার স্বাভাবিক ধারায় ফিরে আসছে এবং সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করতে ইচ্ছুক বৃটিশ বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশে নিশ্চিতের আহ্বান জানান রুশনারা আলী ।

জবাবে সালমান এফ রহমান বলেন, ‘এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছি। ডিজিটাল অনলাইন পরিষেবাও প্রদান করা হচ্ছে । ফলে পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে।’

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর