1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন - Ajkal London
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার ভিউ

ঢাকা ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলার একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার এই সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা পেয়েছি। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করা যায়। এর মধ্যেই আপিল করব আমরা।’
প্রসঙ্গত, ট্রাইব্যুনালের ওই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। মামলার আরেক আসামি রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর