1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
নুসরাত ফারিয়ার‘ভয়’ - Ajkal London
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন

নুসরাত ফারিয়ার‘ভয়’

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৭৪ বার ভিউ

রাবেয়া সুলতানা,ঢাকা থেকে: পশ্চিমবঙ্গে ‘ভয়’ নামের একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে সময় ছবিটির কিছু অংশের চিত্রায়ণ হয়েছিল। এরপর বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি। তিন বছর পর সেই জট খুলল। গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয় রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ। নুসরাত ফারিয়া জানান, একটানা কাজ করে শুক্রবার শেষ হলো ‘ভয়’-এর পুরো শুটিং। শুটিং শেষ হলেও এর ডাবিং বাকি আছে এখনো। আগামী মাসে ডাবিং শেষে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। ভয় সিনেমায় নুসরাতের সহশিল্পী অঙ্কুশ হাজরা। এ নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। ছবিটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, অঙ্কুশের সঙ্গে আমার প্রথম সিনেমা ছিল ‘আশিকী’। এরপর ‘বিবাহ অভিযান’ করার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘ভয়’ শুরু করি।’

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর