1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
পূর্ব লন্ডনের নিউহ্যামে বাংলাদেশী বৃদ্ধা নারী হত্যা - Ajkal London
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

পূর্ব লন্ডনের নিউহ্যামে বাংলাদেশী বৃদ্ধা নারী হত্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার ভিউ

সিটি  প্রতিবেদক: পূর্ব লন্ডনের নিউহ্যামের মেনর পার্ক এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে ৮০ বছরের এক বাংলাদেশী বৃদ্ধা নারীকে। আর এ নিয়ে এক মাসের মধ্যে দুই জন বাংলাদেশী নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে পূর্ব লন্ডনে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেনর পার্ক এলাকার ল্যান্ডসির এভিনিউ রোডে গত ২ এপ্রিল শনিবার সকাল ১০ টার দিকে ফোন আসে। এরপর ঘটনাস্থলে একজন বৃদ্ধাকে ছুরিকাঘাত অবস্থায় পায় পুলিশ। আর ঘটনাস্থলেই সেই নারী প্রাণ হারিয়েছে বলে জানায় পুলিশ। এদিকে এই ঘটনায় ৩০ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্রেফাতরকৃত ৩০ বছরের যুবকের সাথে হত্যাকান্ডের শিকার নারীর সম্পর্ক রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। কি কারনে বৃদ্ধা নারীকে হত্যা করা হলো তা তদন্ত করেই জানা যাবে।

তদন্তকারী পুলিশ আরও বলছে, খুব দ্রত মৃত নারীর ময়নাতদন্ত করা হবে। তারা নারীর পরিবারের সকলে সাথে কথা বলছেন।এর আগে ২৭ মার্চ পূর্ব লন্ডনের বেথানাল গ্রীন এলাকায় ইয়াসমিন বেগম নামের এক নারীকে ছুরিকাঘাত কর হত্যা করে তার স্বামী।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর