1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
অপেক্ষায় নাবিলা - Ajkal London
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

অপেক্ষায় নাবিলা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৩২ বার ভিউ

ফারজানা হক : অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে নায়িকা মাসুমা রহমান নাবিলার। তার পরই মূলত আলোচনায় আসেন নাবিলা। তবে শুরুটা দুর্দান্ত হলেও তারপর খুব বেশি সিনেমায় অভিনয় করা হয়নি তার। মাঝে দুয়েকটি সিনেমায় অভিনয় করলেও তেমন একটা সফলতা পাননি। তবে গেল বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর আবার আলোচনায় আসেন। সে সময় আরও একটি ছবির শুটিং শেষ করেছিলেন নাবিলা। তখন ছবিটির বিষয়ে বেশি কিছু জানাতে চাননি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে নিজের সেই ছবি, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ কাজ নিয়ে কথা বলেন নাবিলা। কথা প্রসঙ্গে এ নায়িকা জানিয়েছেন, তিনি বর্তমানে তার নতুন ছবির অপেক্ষায় রয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘বনলতা সেন’।

‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন চলচ্চিত্রের অন্যতম চরিত্রে আছেন নাবিলা। ঢাকা ও ঢাকার বাইরে ছবিটির শুটিং হয়। সরকারি অনুদানের এ ছবিটি চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন নাবিলা।

নিজের বর্তমান ব্যস্ততা ও নতুন ছবি সম্পর্কে জানতে চাইলে নাবিলা বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই মোটামুটি জানেন, আমি খুব বেশি কাজ করি না। মানের সঙ্গে মন মিললেই কেবল কাজের আগ্রহ তৈরি হয়। আর আমি সাধারণত সিনেমার দিকে নজর কম দিই। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনও তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি, বনলতা সেন। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু ভিন্নধর্মী গল্পের কারণে এ ছবিটি করা। এটি আমার খুব পছন্দের একটি কাজ। আমি যতটা জানি চলতি বছরের প্রথম ভাগে মুক্তি পাবে সিনেমাটি। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি।’

২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত বনলতা সেন সিনেমার। ২০২১-২২ সালের সরকারি অনুদান পায় সিনেমাটি। এ ছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

অভিনয়ের বাইরে নাবিলা উপস্থাপনা যেমন করে থাকেন তেমন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেন। ১৮ বছর আগে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু তার। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায়। অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজির মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’।

এইচএসসি পাস করার পর বিজ্ঞাপন দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন। রেডিও জকি হিসেবেও কিছুদিন কাজ করেছেন। তবে তার নজর ছিল উপস্থাপনার দিকে। যে কারণে শুরুর দিকে নাটকে অভিনয় করেননি। মিউজিক ভিডিওতেও কাজ করে প্রশংসিত হয়েছেন।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর