1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
দক্ষিণ সুরমা ইয়ুথ এসোসিয়েশন ইউকে এর গেট-টুগেদার অনুষ্ঠিত - Ajkal London
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা ইয়ুথ এসোসিয়েশন ইউকে এর গেট-টুগেদার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৯ বার ভিউ

কামরুল আই রাসেল: তারুণ্যের উদ্যমে মানবতার জয়গান ও হৃদয়ে সমাজসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত সিলেটের দক্ষিণ সুরমা ইয়ুথ এসোসিয়েশন ইউকে-র আয়োজনে এক গালা-ডিনার ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মায়দা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এ গালা ডিনার ও মিলন মেলা যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান ও আমিনুল ইসলাম আনহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্জিনিয়ার আসাদুজ্জামান সাফি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলেতে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলার মুরব্বীয়ান ও যুবসমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এসময় বিশেষ গুণিজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তারা তরুণদের এ সংগঠনকে স্বাগত জানান এবং আগামীতে এই সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং মানবিকতার বন্ধনে সকলকে একত্রিত করে একযোগে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি, সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড, খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, বরইকান্দি ওয়েলফেয়ার এসোসিয়েশন, খিওা খালর পার প্রবাসী ট্রাস্ট, তুরুকখলা কল্যাণ ফাউন্ডেশন, মগলা বাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন, হাজীগঞ্জ ডেপলাপমেন্ট ট্রাস্ট, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, মরহুম মাহবুব আলী খান স্মৃতি সংসদ বহিঃবিশ্ব, হাজী মৌলুল হোসেন ট্রাস্ট সহ দক্ষিণ সুরমার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।ডিনার এবং কেক কাটার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর