1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
কনের সাজে অপু বিশ্বাস - Ajkal London
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

কনের সাজে অপু বিশ্বাস

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার ভিউ

দিলরুবা হক,ঢাকা থেকে:চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ কনের সাজে সামনে আসলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কনের সাজে অপু বিশ্বাসের পোস্ট দুই ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে ১ হাজার ২০০র বেশি।

অপু বিশ্বাসের পোস্ট করা কনের সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করছেন। জহির নামের একজন লিখেছেন, ‘তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।’ রিপা হক নামের একজন লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় ঢালিউড মহারানী, এককথায় অসম্ভব সুন্দর লাগছে। এক একটা ছবি জাস্ট ওয়াও।’ সুমনা নামের একজন লিখেছেন, ‘কোথায় অপু, কোথায় বুবলি—অপু আসলেই সুন্দরী।’

১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাঁদের পুত্রসন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিবের সঙ্গে অপুর বিবাহবিচ্ছেদ হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর