রাবেয়া সুলতানা,ঢাকা থেকে: মধ্যরাতে হুট করেই শবনম ফারিয়ার নামে একটি স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে। যেখানে শবনম ফারিয়াকে বলতে দেখা যায় যে চলমান শাসনামলে কি কি সমস্যা মোকাবিলা করছেন তিনি। নানা প্রতিবনব্ধকতার কথাও তুলে ধরা হয় ঐ পোস্টে।বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। কিন্তু আসলেই কি এই পোস্ট তিনি লিখেছেন? এ বিষ্যে শবনম ফারিয়া জানালেন তিনি দারুণ বিব্রত এই ঘটনায়। বুধবার সন্ধ্যায় শবনম ফারিয়া বলেন,আমাকে ঘটনাটি খুবই বিব্রত করছে। সকাল থেকে অজস্র ফোন কল আসছে, মেসেজ আসছে। সবাই জানতে চাইছে, ওটা আমার লেখা পোস্ট কি না? সবাইকে একই কথা বলতে হচ্ছে যে ওটা আমার না।শবনম ফারিয়াকে একটি শ্রেণী বিব্রত করছে জানিওয়ে বলেন, আমাকে একটি শ্রেণী এই বিব্রতকর অবস্থায় ফেলছে। আমি সব সময় যা সত্য তাই বলি। কিন্তু কারো বিপক্ষে আমার মত গেলে এভাবে আক্রমণ শুরু হয়ে যাবে- এটা খুবই অমানবিক। আমাকে আহত করছে ক্রমশ।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, যারা আমার কাছের মানুষজন তারা ভালো করে পড়লেই বুঝতে পারবেন এটা আমার লেখা নয়। আমার লেখার ভাষা সম্পর্কে আমার ভক্তরাও জানে। এটা আসলে আমাকে বিব্রত করার জন্য দেওয়া হয়েছে। তবে সব করে কী হবে আমি ঠিক জানি না। ওই পোস্টে মেহজাবীনকে নিয়ে আমার একটা মন্তব্য দিয়েছে। আমি মেহজাবীনকে নিয়ে কেন ওই রকম মন্তব্য করবো, আমার তো প্রয়োজন নেই।
শবনম ফারিয়ার নামে ফেসবুক পোস্টটি লিখে পোস্ট করা হয়েছে গভীর রাতে। এরপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে। অনেকে শবনম ফারিয়ার ফেসবুকে গিয়ে দেখেন এমন কিছুই লেখা নেই। তখন অনেকেই মন্তব্য করছিলেন শবনম ফারিয়া হয়তো পোস্টটি মুছে ফেলেছেন।
এ বিষয়ে শবনম ফারিয়া বলছেন, আমি আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত । আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্য দের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না । আবার লিখছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই ! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!
গত ১৫ বছরে পোস্ট লিখলে কী হতো জানিয়ে অভিনেত্রী বলেন, শবনম ফারিয়া বলেন, স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো “আপা ডিলিট করেন, সমস্যা হবে “ অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই । আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি ।
Leave a Reply