1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
শোবিজের জন্য নয়,নিজের জন্যই ফিট হতে হয়েছে আমাকে - Ajkal London
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

শোবিজের জন্য নয়,নিজের জন্যই ফিট হতে হয়েছে আমাকে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৬ বার ভিউ

রুকশান আরা,ঢাকা থেকে:ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।যদিও এর বাইরে এখন তিনি সিনেমা ও ওয়েবেও ব্যস্ত সময় পার করছেন। তবে বছরে ৪-৫টির বেশি কাজ করছেন না তিনি। খুব বেছে বেছে মনের মতো কাজগুলোই কেবল করছেন। তারই ধারাবাহিকতায় ক’দিন আগেই মুক্তিপ্রাপ্ত ‘অসময়’ ওয়েব ফিল্মে তাকে দেখা গেছে। এর বাইরে মাসুদ পথিক পরিচালিত ‘বক’ সিনেমাতেও অন্য এক রুনা খানকে আবিষ্কার করা যাবে। এ সিনেমার অন্যতম চরিত্র সবিতা রূপে দেখা যাবে তাকে। ‘বক’ সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। একটি পরিবারের মধ্যদিয়ে প্রকৃতি ও জীবনের দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক।এদিকে এ ছবির বাইরে কৌশিক শংকর দাশের একটি সিনেমাতেও তিনি অভিনয় করছেন।

এদিকে রুনা খান ওজন কমিয়ে ফিট হয়ে দুই বছর আগে নতুন রূপে ফেরেন। বিষয়টি নিয়ে নানা সময়ে কথা বলতে দেখা গেছে তাকে। সম্প্রতি এ বিষয়টি নিয়ে তিনি বলেন, সত্যি বলতে শোবিজে কাজ করি বলে ফিট হয়েছি তা নয়। কাজের জন্য ফিট তো অনেকেই হয়। কিন্তু আমি ওজন কমিয়েছি কেবল নিজের জন্য। কারণ আমি মা হবার পর ১০ বছর চেষ্টা করেছি অনেকভাবে নিজের ওজন কমানোর। সেটা পারিনি। কিন্তু দুই বছর আগে সেটা আমি পেরেছি। আমার বেশকিছু সমস্যাও হচ্ছিল ওজনের কারণে। সুতরাং, শোবিজের জন্য নয়, নিজের জন্যই ফিট হতে হয়েছে আমাকে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর