1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
পরীমনির‘রঙিলা কিতাব’আসছে - Ajkal London
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

পরীমনির‘রঙিলা কিতাব’আসছে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭২ বার ভিউ

রাবেয়া সুলতানা: হই চইয়ের নতুন সিজন আসছে।এর নাম দেয়া হয়েছে ‘গল্পের নতুন অধ্যায়।নতুন সিজনে আসছে ছয়টি সিরিজ। এগুলো নির্মাণ করবেন দেশের গুণী পরিচালকরা। আর তাতে অভিনয় করবেন দেশের সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় তারকারা। এরমধ্যে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে পরীমনি জানিয়েছেন তিনিও একটি সিরিজে যুক্ত হয়েছেন। আর সেই সিরিজটির নাম ‘রঙিলা কিতাব’। বেশ মজার ছলেই ভিডিওটিতে এমন ঘোষণা দিয়েছেন এ নায়িকা। এ সিরিজটি পরিচালনা করবেন অনম বিশ্বাস। যিনি এর আগে জয়া আহসানকে নিয়ে ‘দেবী’ সিনেমা বানিয়ে প্রশংসিত হয়েছেন।

কিঙ্কর আহসানের উপন্যাস থেকে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করবেন নির্মাতা। খুব দ্রুতই শুরু হবে এর কাজ। এদিকে পরীমনি বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার একটি সিনেমা নিয়ে। ‘ফেলুবকশি’ নামের এ সিনেমাটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। আর এতে টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহমের বিপরীতে অভিনয় করছেন পরীমনি।এ সিনেমার শুটিং চলাকালীনই কলকাতার সিরিজ ‘রঙিলা কিতাব’-এ যুক্ত হলেন এ নায়িকা। তিনি বলেন, এটা একটি নতুন গল্প, নতুন চরিত্র। তাছাড়া হইচইয়ে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি এক্সাইটেড। আশা করছি খুব ভালো কিছু হবে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর