বিনোদন প্রতিবেদক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে এখনো দর্শক হৃদয়ে আসন পেতে আছেন।এবার তিনি আসছেন নতুন চরিত্র নিয়ে। শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন এ অভিনেত্রী। তাকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে।
২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায় ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাকে মিস করছিলেন দর্শক। নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এ বিরতি ভাঙবেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নিয়ত।জানিয়েছেন, টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। সিনেমাটি নির্মাণ করেছেন অনু মেনন।
Leave a Reply