1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি কোরআনে হাফিজ খুন - Ajkal London
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি কোরআনে হাফিজ খুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার ভিউ

সিটি  প্রতিবেদক: পূর্ব লন্ডনে ২২ বছরের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত মো. আকিল মেহেদী (২২) একজন কোরআনে হাফেজ ছিলেন বলে তার পরিবারিক সূত্রে জানা গেছে।তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। তার মা-ও একজন কোরআন শিক্ষিকা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।রবিবার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ বলেন, সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হলেন। মেহেদীর মতো একজন তরুণ কোরআনে হাফিজের মরদেহ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর