আলি আকবর মালয়েশিয়া থেকে:দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন আটকে পড়া ৬০ কর্মী। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।জটিলতা কাটিয়ে মালয়েশিয়ায় আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এসব কর্মী।
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করা বাংলাদেশি কর্মীদের প্রেরণ কার্যক্রম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম ধাপে মোট ৬০ জন কর্মীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রেরণ করা হয়েছে। এই কর্মীরা ২০২৪ সালের ৩১ মের মধ্যে যাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে তখন যেতে পারেননি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের পর গত মে মাসে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন। এরপর ২১-২২ মে অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় বোয়েসেলকে ২০২৪ সালের ৩১ মের মধ্যে যেতে না পারা ৭,৮৭৩ জন কর্মী প্রেরণের দায়িত্ব দেওয়া হয়। প্রথম ধাপে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতের ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়, যার মধ্যে ইতোমধ্যে ২৫৫ জনের ভিসা সম্পন্ন হয়েছে। তাদের মধ্য থেকে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন।তবে ৬০ কর্মী মালয়েশিয়ায় পৌঁছালেও ফেরত পাঠানো হয়েছে ১ জনকে।
Leave a Reply