রাবেয়া সুলতানা,ঢাকা থেকে : ছোট পর্দা পেরিয়ে এখন পুরোপুরি সিনেমা কেন্দ্রিক ব্যস্ততায় ডুবে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে স্রোতে গা ভাসিয়ে একের পর এক সিনেমা করতে নারাজ তিনি। বরাবরই খুব সিলেক্টিভ এই অভিনেত্রী জানান, অভিনেতা হিসেবে তিনি ‘অনেক লোভী তাই গতানুগতিক বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে ‘সমানে সমান’ চরিত্রেই কাজ করতে চান। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভাবনা তার বর্তমান ব্যস্ততা ও কাজের দর্শন তুলে ধরেন। বর্তমান ব্যস্ততা নিয়ে ভাবনা বলেন, আমার সব ব্যস্ততা এখন সিনেমা কেন্দ্রিক। চারটি সিনেমা পেন্ডিং আছে। ‘পায়েল’ সিনেমার একটি গানের শুটিং বাকি ছিল, সেটা সম্পন্ন হয়েছে। চারুলতা’র শুটিং শেষ দুই সপ্তাহ পর ডাবিং শুরু হবে। বলা যায়, চারটি ছবিরই ৮০ শতাংশ কাজ শেষ।সব সিনেমাই কমার্শিয়াল প্রায়ই বিকল্প ধারার ছবিতে দেখা মেলায় বাণিজ্যিক ছবিতে কাজ করার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাবনা। এ প্রসঙ্গে তিনি তার নিজস্ব দর্শন তুলে ধরেন। ভাবনা বলেন, আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা। কারণ সিনেমা বানাতে পয়সা লাগে। আমি একটা ছবি আঁকলেও চাইব সেটা দর্শকদের সামনে আনতে।
তবে গতানুগতিক বাণিজ্যিক ছবি এড়িয়ে চলেন তিনি। ভাবনার ভাষ্য, আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক কমার্শিয়াল মুভি—যেখানে শুধু আমার দুটি গান থাকবে আর পাঁচটি রোমান্টিক সিন থাকবে—ওইটা আমি করব না। কারণ, অভিনেতা হিসেবে আমি অনেক লোভী এবং আমি সমানে সমান চরিত্র চাই।
তিনি জানান, তার অভিনীত ‘পায়েল’ ছবিটি একটি ‘ফুল ফ্লেজেড কমার্শিয়াল’ ছবি এবং এতে একটি নাচের গানও রয়েছে। এ ছাড়া নাম প্রকাশ না করা আরেকটি ছবিতেও ফোক ডান্স করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে নামহীন বা ফেক অ্যাকাউন্ট থেকে হওয়া সমালোচনাকে মোটেও পাত্তা দেন না এই অভিনেত্রী। তিনি বলেন, একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, প্রোফাইলে ঢুকলে দেখবেন ফেক অ্যাকাউন্ট। সে কোথায় বসে কী লিখছে তাতে আমাদের কী যায় আসে? আমি খুবই পজিটিভ একজন মানুষ এবং বর্তমানে বাঁচি।
ভাবনা আরও যোগ করেন, আমি অনেক বেশি চিন্তাভাবনা করি না। যেমন আমি কালকে রাতে ডিসিশন নিয়েছি যে আজকে কী পরব। আমার খুব বেশি প্রিপারেশন থাকে না কখনো।
Leave a Reply