1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
সিলেটে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ - Ajkal London
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সিলেটে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার ভিউ

ইমরান মাহমুদ,সিলেট থেকে: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এই পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই ও সোনারহাট বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, শাড়ি, কসমেটিক্স, কফি, চিনি, ফুচকা, পটাশ সার, শুটকি, চকলেট, জিরা ও মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সুপারি জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পশুর মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালানরোধে বিজিবির এরকম অভিযান অব্যাহত থাকবে।

 

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর