নজরুল ইসলাম,ঢাকা থেকে: পাঁচ লাখ সাবস্ক্রাইবারের ভালোবাসায় সিক্ত আমার দেশ-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বুধবার এই মাইলফলক স্পর্শ করেছে পত্রিকাটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এ উপলক্ষ্যে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়ে কেক কাটেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।তিনি বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দঘন দিন। ইউটিউব ও ফেসবুকে মাত্র ১৮ দিনে হাফ মিলিয়ন পার করেছি। আমাদের কোনো লক্ষ্যমাত্রা ছিল না। আর এটার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকশ্রোতা ও পত্রিকার পাঠকদের; তাদের সমর্থন না পেলে এটা সম্ভব হতো না।
মাহমুদুর রহমান বলেন, আমরা সিরিয়াস ইস্যু নিয়ে লেখালেখি ও কন্টেন্ট তৈরি করি। যেটা অন্য চ্যানেলগুলোর সাথে পার্থক্য আছে। আমি কল্পনাও করতে পারি নাই, এতো সিরিয়াস ইস্যুর মধ্যেও মাত্র ১৮ দিনে হাফ মিলিয়ন মাইলফলক পার করব। আমাদের দর্শকদের মধ্যে এই সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করার জন্য প্রচুর মানুষ আছে। এ জন্য আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমরা যাতে তাড়াতাড়ি মিলিয়নের কোটা পার করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, মফস্বল ইনচার্জ আবু দারদা জুবায়ের, হেড অব মাল্টিমিডিয়া তামান্না মিনহাজসহ অন্যান্য বিভাগের সংবাদকর্মীরা।
২০২৪ সালের ২২ ডিসেম্বর অফিসিয়ালি যাত্রা শুরু করা Daily Amar Desh ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র ১৮ দিনের মাথায় দর্শকের এই ভালোবাসা অর্জন করে। যা নিউজ মিডিয়া হিসেবে বিরল।
Leave a Reply