1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান - Ajkal London
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার ভিউ

কমিউনিটি প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ১২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৫তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন। এ উপলক্ষ্যে গত ৩০ অক্টোবর বুধবার পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেএম আবু তাহের চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, এমদাদুল হক চৌধুরী, তাইসির মাহমুদ, মোস্তাক বাবুল, তাজ চৌধুরী, ফারহান মাসুদ খান, রুপি আমিন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এনাম চৌধুরী, শাহ ইউসুফ, বিশিষ্ট কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী ছাড়াও ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউপিসি)’র প্রধান ব্যারিস্টার লুৎফুর রহমান, জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমেদ, আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রোগ্রাম ডিরেক্টর নিসার আহমেদ, এমকিউ হাসান সলিসিটরসের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এমকিউ হাসান, ফাউন্ডার এসিসি ট্যাক্স কনসালটেন্সি তপন সাহা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জন নাইটস এবং ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড রয়স্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, কয়েছ উদ্দিন, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফছা ইসলাম, শিহাব হোসেনও উপস্থিত ছিলেন।এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৪ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ চৌদ্দবছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি।

এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু অ্যাওয়ার্ড প্রদান করা হবে।ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর প্রকাশনার ১৫তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির। যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে- আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট। সহযোগি পার্টনার হিসেবে রয়েছে ওয়ার্কপারমিট ক্লাউড (ডব্লিউপিসি)।

স্পন্সরে রয়েছে, রেক ইউ.কে এনার্জি, ইউরো ফুড গ্রুপ, স্কয়ার মাইল ইনস্যুরেন্স, এমকিউ হাসান সলিসিটার, এসিসি ট্যাক্স কনসালটেনসি, ড্রিম স্পা, জেএমজি এয়ারকার্গো, এপেক্স একাউন্টেন্সী, ইউরোশিয়া ফুড সার্ভিস। এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে- ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজমেন্ট, প্রিন্ট আর্ট ফর ইউ, কুশিয়ারা ট্রেভেলস, ডিজিকম, কারপ্ল্যানেট, জেড কোচেজ লন্ডন, মিডনাইট গার্ডেন, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারি, এক্সপ্লোর ওয়ার্ল্ড ট্রেড, ওল্ডহ্যাম জিটিএ লিমিটেড।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর