1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত - Ajkal London
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার ভিউ

নজরুল ইসলাম,ঢাকা থেকে: দৈনিক আজকালের নাসির আল মামুনকে সভাপতি এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত হয়েছে।জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আসিফ হাসান নবী (আজকের প্রভাত) এবং শরিফুল ইসলাম (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ রেজা মাহমুদ (নিউ নেশন) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ (ডেইলি ইন্ডাস্ট্রি), মুহম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবি), এম এ নোমান (এনটিভি), রাশেদ আহমেদ (নিউ এইজ) ও মো. মোস্তফা খান (ইত্তেফাক)।
সভায় সার্কের ভবিষ্যতের উপর একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর