1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র - Ajkal London
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৫৬ বার ভিউ

রাবেয়া সুলতানা,ঢাকা থেকে: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবগঠিত নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন নেতারা। তারা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। বিষয়টি পর্যাবেক্ষণের জন্য তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরসহ (ডিএফপি) সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান। একই সভায় ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ডিইউজে নির্বাচন নিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হয়।

আজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর। সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় বক্তারা বেতন বোনাস সঠিক সময়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।ডিইউজের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের পাশাপাশি জানানো হয়, আজ সভায় ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ গঠন করা হয়। ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান কাজী মোহসিন আল আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, আজকালের খবরের ইউনিট চিফ সাইফুল ইসলাম মন্টু, বাসসের ডেপুটি ইউনিট চিহ্ন কাজী গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদ্দিন), নিউ নেশনের ডেপুটি ইউনিট চিফ মঈন উদ্দিন আহমেদ, করতোয়া ডেপুটি ইউনি চিফ মিজানুর রহমান।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর