1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডন রাইডার্স এর জার্সি উম্মোচন - Ajkal London
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডন রাইডার্স এর জার্সি উম্মোচন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৩২ বার ভিউ

কমিউনিটি প্রতিবেদক: জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে রাইডার্স এর জার্সি উম্মোচন করা হয়েছে । গত ১৭ মে স্থানীয় একটি অডিটোরিয়ামে লন্ডন রাইডার্স এর ২০২২ মৌসুমের জার্সি উম্মোচন করা হয় । ভরা মজলিশে ক্লাবের টাইটেল স্পনসর মেক্যাম্স এর কান্ট্রি ম্যানেজার ড্যান কোল জার্সি উম্মোচন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাজেদা কামাল শেফালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্রিকেট লীগ এর কো-ফাউন্ডার সাজিদ পাটেল, মেক্যাম্স এর কান্ট্রি ম্যানেজার ড্যান কোল, রাইডার্স ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট সুমন শরীফ, হামরো ফাউন্ডেশন এসেক্স লীগের ডিসিপ্লিনারি প্যানেল চেয়ারম্যান আয়াজ করিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ মউসুফ, রাশেদ জামান প্রমুখ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইডার্স ক্লাবের স্বত্বাধিকারী জুম্মা খান এবং ক্লাবের ইভেন কে-অর্ডিনেটর ইমরান আহমেদ।
ক্লাব ক্যাপ্টেন আলী সানজিদ সামি বলেন “লন্ডন রাইডার্স ক্লাবের পথচলা শুরু হবে চলতি বছর থেকেই, লীগের খেলাগুলো জেতার মানসিকতা নিয়েই দলটি মাঠে নামবে। আমাদের শুভানুধ্যায়ী এবং স্পনসরদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি”। সংবাদ বিজ্ঞপ্তি

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর