লাবনী সুলতানা:হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল বছর গান গেয়েও সাড়া ফেলেন এই তারকা। ইত্যাদিতে তাহসানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন। প্রশংসিত হয় সব মহলে। সেই ধারাবাহিকতায় এবার নতুন উপহার দিতে যাচ্ছেন ফারিণ।
গানটির শিরোনাম ‘মন গলে না’। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানালেন ফারিণ। গানটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে ফারিণ লেখেন ‘ট্রেলার আসছে শিগগিরই।’ গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। ফারিণের গাওয়া এর আগে ‘রঙে রঙে রঙিন হব’ গানটিরও গীতিকার ছিলেন তিনি।
এই লেখার সূত্র ধরেই যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ফারিণ বলেন, গানের শিরোনাম ‘মন গলে না’। সব রেডি করে বসে আছি। এর মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনি দেশবাসীর মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করে গেল। এই আতঙ্ক না কাটা পর্যন্ত গানটি মুক্তি দিতে পারব না। তবে আশা করছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করতে পারব। কদিন আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করলেন তাসনিয়া ফারিণ। নাম ফড়িং ফিল্মস। সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে প্রথম প্রোডাকশন। কদিন আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করলেন তাসনিয়া ফারিণ। নাম ফড়িং ফিল্মস। সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে প্রথম প্রোডাকশন।
Leave a Reply