1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
লুটনে ইউকেবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন - Ajkal London
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

লুটনে ইউকেবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার ভিউ

সোহান খান: লুটনের ক্রিসেন্ট হলে গত ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই (UKBCCI) ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট।

দেড় শতাধিক উদ্যোক্তা, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় ব্যবসায়ীদের এক মিলনমেলায়। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে অতিথিদের আগমন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অতিথিদের উদ্দেশে ভিডিও বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, তিনি এই রিজিয়নের সফলতা কামনা করেন।

স্বাগত বক্তব্য দেন ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট সিদ্দকুর রহমান জয়নাল। তিনি বলেন, “ইউকেবিসিসিআই শুধু ব্যবসায়িক সংগঠন নয়, এটি প্রবাসী উদ্যোক্তাদের ঐক্যের প্রতীক।ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনের দায়িত্ব দেওয়ার জন্য তিনি ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এবং পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানান।” তিনি বলেন রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে স্থানীয় ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আমাদের কাজ এগিয়ে যাবে।”

এ সময় ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম.জি. মওলা মিয়া এমবিইকে নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামাল উদ্দিন মকদ্দুস, ফয়সল আহমেদ এবং সিদ্দিকুর রহমান জয়নাল। সাথে সাথে সিআইপি নির্বাচিত হওয়ার জন্য শেফ অনলাইনের সিইও মুনিম সালিককে এই অর্জনের জন্য ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইউকেবিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিওন প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের সাহায্য করেছে। আছে সফল কিছু গল্প যা সত্যিই অনুপ্রেরণার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সেন্ট্রাল লিগাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর ব্যারিস্টার আনওয়ার মিয়া, শাহিন উদ্দিন এবং শাহরিয়ার আহমেদ ।

অন্যান্যদের সাথে এ সময় কেন্দ্রীয় এবং রিজিওনাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল খালিক জামাল, মিডল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, এবং লন্ডন রিজিয়ন কনভেনর কামরু আলী। কেন্দ্রের ফাইনান্স ডিরেক্টর ড: যশ, মেম্বারশিপ ডাইরেক্টর সাইফুল আলম এবং ডিরেক্টর করিম মিয়া শামীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম, নাজিয়া খানম অবিই, S&Co Accountancy’র ম্যানেজিং ডিরেক্টর সালিম আহমেদ, ফাইন্যান্স ও প্রপার্টি বিশেষজ্ঞ জ্যাগ হির, লুটনের ডেপুটি মেয়র শাহানারা নাসের।

মূল বক্তব্যে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম. জি. মওলা মিয়া এমবিই বলেন, “বাংলাদেশি উদ্যোক্তারা আজ শুধু যুক্তরাজ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করেছেন। ইউকেবিসিসিআই রিজিওনাল কমিটিগুলোর মাধ্যমে আমরা স্থানীয় ব্যবসায়ীদের আরও সহজে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আরও বেশি করে রিজিওন স্হাপনের মাধ্যমে ইউকেবিসিআই সহজে স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শ প্রদান, সহযোগিতা এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি এবং ক্রিসেন্ট হলের পরিচালক আজাদ আলী। এরপর পরিবেশন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার, যেখানে অতিথিরা উপভোগ করেন সুর, খাবার ও সৌহার্দ্যের মুহূর্ত।

অনুস্টানের শেষে নতুন কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় অতিথিদের অনেকে বলেন, লুটনে এমন প্রাণবন্ত আয়োজন ব্যবসায়ী সমাজকে আরও কাছাকাছি এনেছে এবং ইউকেবিসিসিআইয়ের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর