1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানালো অস্ট্রেলিয়া ক্যাম্বেল টাউন বাংলা স্কুল - Ajkal London
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানালো অস্ট্রেলিয়া ক্যাম্বেল টাউন বাংলা স্কুল

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ বার ভিউ

ইয়াসমিন সুলতানা,অস্ট্রেলিয়া থেকে : মাতৃ ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের মতো এবারও ক্যাম্বেল টাউন বাংলা স্কুল আয়োজন করে অমর একুশের অনুষ্ঠান।গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত থেকে ভাষা সংগ্রামীদের স্মরণ করে। সকাল সাড়ে ১০টায় প্রভাত ফেরির মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। প্রভাত ফেরিটি স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো স্কুল প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদীমূলে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে বাংলা স্কুল সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও সবাইকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাগত জানান। তারপর সবাই দাঁড়িয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে সম্মান প্রদর্শন করেন।

প্রথম পর্বে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একটি অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অংশ নেয় মাইশা, লিয়ানা, মিকাইল, রূপকথা, মেহরিশ, গার্গী, জারা, সুহানা, মুনাজ্জাহ, মৃন্ময়ী, নাসভা, অনিরুদ্ধ, মাহনাজ, আমীনা, মাহরুজ, অস্কার, জারিফ, রাইয়ান, নুসাইবা, রাইনা, সোহারদিতি, ইমরান, অলিভিয়া ও অর্না। এই পর্বটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক বিশাখা পাল। সমন্বয় করেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, সায়মা হক,নুসরাত মৌরি ও অনিতা বিশ্বাস মীরা। শিক্ষার্থীদের অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সংগীত শিক্ষক স্বপ্না চক্রবর্তী ও বিজয় সাহা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট সমাজ কর্মী, সিডনি প্রবাসী বাঙালিদের কাছের মানুষ, ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের একান্ত সুহৃদ মহাপ্রাণ নার্গিস ইয়াসমিন খান লতাকে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে অসামান্য অবদানের জন্য একুশে সম্মাননা ২০২৫ এ ভূষিত করা হয়। স্কুলের সভাপতি ফায়সাল খালিদ শুভ এর সভাপতিত্বে একুশের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক একটি আলোচনা পর্ব উপস্থাপিত হয়।

আলোচনায় অংশ নেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড। এই প্রবাসে বাংলা ভাষার গুরুত্বের উপর আলোকপাত করেন বাংলাদেশ হাই কমিশনের কনসাল ও হেড ওফ চেনসারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের গৌরবজনক ভূমিকার কথা উল্লেখ করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলার ও বাংলা স্কুলের সাবেক সভাপতি মাসুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বারডিয়া বাংলা স্কুলের সভাপতি ডক্টর রফিক ইসলাম ও অধ্যক্ষ মিলি ইসলাম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলার আশিক রহমান অ্যাশ, সমাজকর্মী শফিকুল ইসলাম। এই পর্বটি সঞ্চালনা করেন স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আশফাক রহমান। অধ্যক্ষ রুমানা খান মোনা বাংলা স্কুলের অর্জন ও সাফল্যের ইতিবৃত্ত তুলে ধরেন।

মহান ভাষা আন্দোলন ও বর্তমান প্রেক্ষাপটকে উপজীব্য করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি চমৎকার নাটিকা পরিবেশিত হয়। নাটকটির মূল ভাবনা, রচনা, নির্দেশনা, পরিচালনা ও অভিনয়ে ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মাজনুন মিজান, অভিনয়ে আরো ছিলেন ফারহানা বীথি, মানব, মৃন্ময়ী, সাগর, সম্রাট ও রঞ্জন। শেষ পর্বে পরিবেশনা নিয়ে আসেন সিডনির বরেণ্য শিল্পীবৃন্দ।

প্রধান সমন্বয়কারী নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে বাংলা স্কুলের অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের আয়োজন দুপুর দুইটায় শেষ হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর