1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
মা হচ্ছেন মডেল ফারিয়া শাহরিন - Ajkal London
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

মা হচ্ছেন মডেল ফারিয়া শাহরিন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১০ বার ভিউ

রুকশান আরা,ঢাকা থেকে: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। এবার ব্যক্তিজীবনে জানা গেল তিনি মা হচ্ছেন।রবিবার ১২ মে এই সুখবরটি জানালেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পিছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

ফারিয়া ভেবেছিলেন খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাবেন না। কেননা অনেক কিছুতেই ‘বদনজর’ লাগে বলে মনে করেন তিনি। অসুস্থও হয়ে যান। তবে সুখবর চেপে রাখতে পারেননি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ফারিয়া বাগদান সেরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে। ২০২৩ সালে বিয়ে করেন তারা। রায়ান একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত বলে সেসময় জানা গিয়েছিল।

প্রসঙ্গত, লম্বা সময় ধরে ছোটপর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। এখানে তিনি অভিনয় করেন ‘অন্তরা’ চরিত্রে। নাটকটিতে অভিনয় করে ভীষণ সাড়া পান তিনি।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর